Sunday, October 11, 2009

পুরোনো কবিতা



শব্দের হাত ধরে ছিলো
      একমুঠো নির্বাক প্রেম,
আঙুলের ঘুমের ভিতর
       এলোমেলো কথা ছিলো খুব ...


আলগোছে শেষ করা রাস্তায়
    লেগে ছিলো অবুঝ বিকেল
বুড়িগাঙ-ও চুপ করে ছিলো
     হাওয়ার সে জানতো খবর ...


এ শহরে নির্জন ছিলো
   রঙ থেকে খুঁজে নেওয়া রঙ


এ শহরে নির্জন ছিলো
  রঙ থেকে মুছে গেলো রঙ ...


                                               


দিনটা গড়িয়ে বিকেলের হাত ধরতেই,
দূরের আ্লো হাতছানি দিলো ওদের ...
উষ্ণতা ভাগ  করে নিচ্ছে ওরা,
                ওই দেখো ...

অন্ধকার তার সবটুকু রহস্য নিয়ে
থমকে যাচ্ছে নদীর জলে,
হারিয়ে যাচ্ছে ওদের চোখে,
আলো খুঁজে পাবে বলে,

কে বলবে ওরা নাকি এ শহরের
সবথেকে হতভাগ্য দুজন ...


  
                   

No comments:

Post a Comment