(শাশ্বত দু হাঁটু দু হাত দিয়ে মুড়ে Centre Stage-e বসে আছে ... Backdrop-এ সমুদ্রের আওয়াজ... )
শাশ্বতঃ সমুদ্দুর ... সমুদ্দুর ... আমার ঘর ভর্তি কিরকম সমুদ্রের জল ,না? অ্যাই,অ্যাই ... Stop .. Stop .. আমায় না, আমায় টাচ করবি না ... হ্যাট, হ্যাট ... হুরররর ... আর ভেজাস না আমায় ... এই খোলস টা, এই খোলস টা ছাড়তে পারবো না, না?
(হাসির আওয়াজ ... আস্তে আস্তে সেটা যেন আটকে আসছে,কান্না কান্না শোনাচ্ছে যেন )
এই মন খারাপ, এই ডিপ্রেশান ... এই সবকিছু ভেঙ্গেচুরে তলিয়ে যাচ্ছে , খুব মানায় না আমাকে? খুব মানায় ... 'হিট' , না? অ্যায শাহরুখ খান ... হাঃ হাঃ ...
অ্যাই অ্যাই হাসছেন কেন? হাসছেন কেন হ্যাঁ? কত কষ্ট করে একটা Climax বানিয়ে তুলছি , হাসছেন? ছিঃ !
(এবার Magic-এর ভঙ্গি, পকেট থেকে একটা কয়েন বের করবে ... দর্শক দের দিকে দেখিয়ে ... )
Head I win .. Tail I lose .. Head I win .. Tail I lose ... Head I win ... Tail ...
(কয়েন টা আকাশে ছুঁড়বে , শুন্যে ঘুরতে ঘুরতে হাতে এসে পড়লেই মুঠো বন্ধ করে হাতটা পকেটে ... নিজেও দেখবে না !)
হাঃ হাঃ হাঃ হাঃ ... (হাসতে হাসতেই যেন কান পেতে কি একটা শুনবে ... ভালো করে শোনার চেষ্টা করছে যেন ... Stage-এর একদিকে এগিয়ে গিয়ে ... )
ওই ... ওই যে মিছিলটা ... আবার, আবার বেরিয়েছে ... লাশের মিছিল ... (মিছিলের দিকে তাকিয়ে চিৎকার করবে ... )
আ ... আমি আছি ... মিছিলে আমিও আছিইই ...
নিলো না ... ওরাও আমায় নিলো না ... ঝিনুক ... ঝি-নুক ... ঝিনুক ... (দীর্ঘশ্বাস)
নেই ... নেই ... নেই ...
(হঠাৎ খেপে উঠে স্টেজের সামনে দৌড়ে যাবে ... উপরে তাকিয়ে ... )
শালা ! খুব বাতেলা মেরেছিলে না? কোথায়?কোথায়? ... কোথায় হ্যাঁ? ...
এই যে জীবনটা ফুরিয়ে যাচ্ছে ... একবার ভাবো ... কেমন করে ধোয়া যায়, এক জন্মের এত দুঃখ? এত পাপ? ...
This is the way the World ends ...
This is the way the World ends ..
This is the way the World ends ...
Not with a bang, but a whimper ...
(একটা দেশলাই বাক্স হাতে থাকবে ... একটা একটা করে কাঠি জ্বলতে জ্বলতে বলতে হবে এই কথাগুলো ... )
No comments:
Post a Comment