তুই কিছু বুঝিস না ক্লাসে রোজ? ঘুম পায়?
কোথায় থাকে তোর মন? কাকে দেখিস?
কারুর কথা খুব ভাবিস ?
ছবি আঁকিস এখনো খাতার কোণে? কার?
তাহলে নিশ্চই খুব ভয় পাস ?
সেই দুঃস্বপ্নটা দেখে দৌড়ে পালাস রোজ রাতে?
কি বলছিস? নেশা ... কিসের নেশা?
সেটা তো দু বছর আগের একটা রাত?
জোরে বল ... আরো জোরে ... কি হয় তোর ??
খুব যন্ত্রণা করে চোখ? চশমাগুলো ?...
জানলা দিয়ে সেই যে তোদের মাঠ ...
পড়ার সময় খেলতে ইচ্ছে করে আর খেলতে খেলতে
সেই লাল রাস্তাটায় সেই পাগলিটা ??
তোর কবিতা লিখতে ইচ্ছে করে খুব?
হারিয়ে যাওয়া সেই লাইনটা ডালে এসে বসে বুঝি রোজ? দোল খায়?
তবে?
বল ... কি বলবি এরপর?
(অনুপ্রেরণা - জয়বাবুর টিউটোরিয়াল, যা না পড়লে হয়তো কোনোদিন কবিতা লিখতাম না ...আর আমি নিজে ... )
কোথায় থাকে তোর মন? কাকে দেখিস?
কারুর কথা খুব ভাবিস ?
ছবি আঁকিস এখনো খাতার কোণে? কার?
তাহলে নিশ্চই খুব ভয় পাস ?
সেই দুঃস্বপ্নটা দেখে দৌড়ে পালাস রোজ রাতে?
কি বলছিস? নেশা ... কিসের নেশা?
সেটা তো দু বছর আগের একটা রাত?
জোরে বল ... আরো জোরে ... কি হয় তোর ??
খুব যন্ত্রণা করে চোখ? চশমাগুলো ?...
জানলা দিয়ে সেই যে তোদের মাঠ ...
পড়ার সময় খেলতে ইচ্ছে করে আর খেলতে খেলতে
সেই লাল রাস্তাটায় সেই পাগলিটা ??
তোর কবিতা লিখতে ইচ্ছে করে খুব?
হারিয়ে যাওয়া সেই লাইনটা ডালে এসে বসে বুঝি রোজ? দোল খায়?
তবে?
বল ... কি বলবি এরপর?
(অনুপ্রেরণা - জয়বাবুর টিউটোরিয়াল, যা না পড়লে হয়তো কোনোদিন কবিতা লিখতাম না ...আর আমি নিজে ... )
Tutorial-er kothai mone porlo.
ReplyDelete@গৌরবদা,টিউটোরিয়ালের একটা পার্ট, আরেকটা আমি এখনো খুঁজছি ...
ReplyDeleteTutorial-er oi sesh part-ta ami kothao khuje pai na... Shudhu boi-tatei chhilo ....
ReplyDeleteদাদা জয় হোক জয়বাবুর টিউটোরিয়াল...
ReplyDeletebesh bhalo laglo. blog er follower holam. :)
ReplyDelete@cringe-all .. Dhonyobad ..
ReplyDelete